প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের ত্রাণ পেল-২৫০ পরিবার

রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের ত্রাণ পেল- ২৫০ পরিবার।বান্দরবানেন রুমায় ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বন্যা ও পাহাড় ধসের ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে থানা পাড়ায় রেমাক্রীপ্রাংসা ইউপি অস্থায়ী কার্যালয়ে এই ত্রান বিতরন করা হয়। রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বরেন ত্রিপুরা ও রেমাক্রী প্রাংসা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন। ত্রান বিতরণের সংশ্লিষ্টরা জানায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপির পক্ষ থেকে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এইসব ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রান সামগ্রী হচ্ছে – পরিবার প্রতি ১০ কেজি চাল। শৈহ্লাচিং মারমা রুমা সংবাদদাতা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন