প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পূজা উপলক্ষে হিন্দু নারীদের শাড়ি উপহার দিলেন দানবীর প্রিন্স মহব্বত

পূজা উপলক্ষে হিন্দু নারীদের শাড়ি উপহার দিলেন দানবীর প্রিন্স মহব্বত । হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু নারীদের শাড়ি উপহার দিয়েছেন সাবেক ছাত্রনেতা, দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি (দানবীর) ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহিদ প্রিন্স মহাব্বত | শনিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় গলাচিপা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে কামরান শাহিদ প্রিন্স মহাব্বত এর বাস ভবনে ১০০ হিন্দু নারীকে এসব উপহার তার পক্ষে তুলে দেন পৌর আওয়ামী লীগের সদস্য পিয়াল মিয়া ও গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ আহমেদ আসিফ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পূজা উপলক্ষে শাড়ি উপহার পেয়ে খুশি হিন্দু পরিবারের নারীরা। পৌর আওয়ামী লীগের সদস্য পিয়াল মিয়া বলেন, প্রতিবছরই দুর্গাপূজা উপলক্ষে হিন্দু নারীদের শাড়ি উপহার দেন দানবীর কামরান শাহিদ প্রিন্স মহব্বত। এবারও হিন্দু নারীদের জন্য শাড়ি উপহার দিয়েছেন তিনি। এ কর্মসূচি অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন