প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফিলিস্তিনের উপর ঈজরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পীরগাছায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের উপর ঈজরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পীরগাছায় বিক্ষোভ মিছিল । সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের উপর ঈসরাইলের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে রংপুরের পীরগাছায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লীরা পীরগাছা বাজারে শাপলা চত্বর থেকে মিছিল বের করে। এতে কমপক্ষে এক হাজার মুসল্লী অংশগ্রহণ করে। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌ রাস্তা মোড়ে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন পীরগাছা ষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন, বড়বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ ইউসুফ আলী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ানসহ অনেকে। বক্তারা ইসরাঈল কর্তৃক ফিলিস্তিনের উপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানোর তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন