ডালিয়াকুঁড়ি আসরে আসর অনুষ্ঠান অনুষ্ঠিত ।পাড়ায় পাড়ায় ফুলকুঁড়ি.. এসো সবাই দেশ গড়ি। পকাশ (২১ অক্টোবর) শনিবার জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর পঞ্চগড় জেলা শাখার ডালিয়াকুঁড়ি আসরে আসর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাখা পরিচালক শাহরিয়ার ফাহিমের ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর পঞ্চগড় জেলা শাখার পরিচালক রাদিয়াত ইসলাম। উক্ত অনুষ্ঠানের শুরুতে আসর অনুষ্ঠানের সভাপতি নির্বাচন করা হয় তানভীর রাইয়্যানকে। সভাপতি নির্বাচনের পর সভাপতিকে শ্লোগান ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উক্ত আসর অনুষ্ঠানে ফুলকুঁড়িরা নিজেদের পারদর্শিতার অংশ হিসেবে কেরাত, গান, অভিনয় ও আবৃত্তিতে অংশগ্রহণ করে৷ আসর অনুষ্ঠানের ফাঁকে ফুলকুঁড়ি গেমস শেখানো হয়। এবং মাঠের কাজের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সবাইকে একটি করে ‘আমার প্রতিদিন’ স্টিকারটি দিয়ে ফুলকুঁড়ি সংগীতের মাধ্যমে আসর অনুষ্ঠানের সমাপ্তি হয়।