প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পুটিমারী ইউনিয়ন বাসিকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোখলেছুর রহমান

পুটিমারী ইউনিয়ন বাসিকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোখলেছুর রহমান ।সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্জাপূজা উপলক্ষে ২ নং পুটিমারী ইউনিয়নবাসী সহ কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীকে শারদীয় দূর্জাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নীলফামারী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাহিত‍্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সংখ‍্যা লঘু আমাদের মাঝে বলতে কিছু নাই। আমরা সবাই মানুষ।আমাদের মধ‍্যে কোন বৈষম‍্য নয়। আমরা একে অপরের পরিপূরক। শুক্রবার ২০ অক্টোবর-২৩ দেবী দূর্গা ঘোড়ায় চড়ে আগমনের মধ‍্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন