প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

কুড়িগ্রামের চিলমারীতে ৬০ টি তালগাছের বীজ রোপণ

কুড়িগ্রামের চিলমারীতে ৬০ টি তালগাছের বীজ রোপণ করা হলো চিলমারী, গাছ আমাদের জীবন, অক্সিজেন তো গাছই দেয় আমাদের। আজ শ্রদ্ধাভাজন স্যারের অনুপ্রেরণা ও আন্তরিকতায় ৬০ টি তালগাছের বীজ রোপণ করা হলো কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের বাধেঁর রাস্তার ধারে এবং রমনা রেল স্টেশনের রেল লাইনের পাশে। রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সমগ্র জেলার রেলপথের দুপাশে তাল ও খেজুর বীজ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে আজ বেশ কিছু তাল বীজ রোপণ করা হয় । গাছ গুলো বেঁচে থাকুক বছরের পর বছর। সত্যি কিছু মানুষের সঙ্গে পরিচয় হওয়া ভাগ্যের ব্যপার। কখনো দেখা হয়নি কিন্তু আজ দেখা হয়ে হলো কল্পনার মতো পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করা একজন মহৎ মানবিক মানুষের সঙ্গে, উনি আবার পেশায় একজন ইংরেজি শিক্ষক শ্রদ্ধাভাজন Nabil Islam স্যার। স্যার বর্তমানে সোনামুখি ডিগ্রী মাদরাসা কাজিপুর সিরাজগঞ্জ,বগুড়া (সহকারী অধ্যাপক ইংরেজি) শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছেন পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট এর দায়িত্ব পালন করে আসছেন । সত্যি জীবনে ভাবি নাই এমন মানুষের সঙ্গে দেখা হবে , কতটা মিশুক যদি স্যারের খুব কাছ থেকে না মিশতাম তাহলে বোঝা যেত না । আমরা কত না টাকা হলে রং তামাশা করি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কে আমরা কি উপহার দিতে পেরেছি? এই সমাজ ও এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার দায়িত্ব আমার /আপনার। সবুজের বাংলাদেশ সবুজে ভরে উঠুক সারা বাংলায়। Chilmari Social Service Organization CSSYO BLOOD BANK CHILMARI.

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন