প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বটিয়াঘাটায় জগত মাতা মন্দির কর্তৃক শারদীয় স্মরনিকা আরাধনার মোড়ক উন্মোচন

বটিয়াঘাটায় জগত মাতা মন্দির কর্তৃক শারদীয় স্মরনিকা আরাধনার মোড়ক উন্মোচন। বটিয়াঘাটা সর্ব জনিন জগত মাতা মন্দির কর্তৃক শারদীয় স্মরনিকা আরাধনা
(১০ ম সংস্করণ ) এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান মন্দির প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ‍্যা সাড়ে ৭ টায় স্মরনিকা আরাধনার সম্পাদক কনিকা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের অধ‍্যক্ষ অমিতেষ দাশ, বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বটিয়াঘাটা সদর ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, অধ‍্যক্ষ অনিমেষ মিস্ত্রি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, মন্দির প্রতিষ্ঠাতা লেখক বুদ্ধিজীবী সাংবাদিক শুনিল কুমার শুভ, বটিয়াঘাটা প্রেস ক্লাবের সভাপতি কবির আহমেদ খান, এড, প্রশান্ত কুমার বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, বটিয়াঘাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আহসান কবির, যুবনেতা অসিম মল্লিক, গাজি তরিকুল ইসলাম প্রমূখ। সভায় স্মরনিকায় লেখা প্রদান করা প্রত‍্যেক লেখক কে সম্মাননা উপহার প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন