প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

খুলনার দাকোপে সাবেক এমপি ননী গোপাল মন্ডলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

খুলনার দাকোপে সাবেক এমপি ননী গোপাল মন্ডলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ।খুলনার দাকোপ – বটিয়াঘাটার উন্নয়নের রুপকার সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল তিলডাংগা,পানখালি, দাকোপ, বাজুয়া, লাউডোব,বানিশান্তা ও কৈলাশ গঞ্জ ইউনিয়ন এবং চালনা পৌরসভার সকল পুজা মন্দির পরিদর্শন করেন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলেন এবং ৯ই নভেম্বর ২০২৩ খুলনার মহাসমাবেশ সফল করার জন্য সকলকে আহবান করেন। ২১শে অক্টোবর শনিবার সকালে তিনি গাড়ী বহর নিয়ে উপজেলার সকল ইউনিয়নের মন্দির পরিদর্শন করেন। মহাসপ্তমীতে আগত পূজারী এবং মন্দির কমিটির সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে অনুদান প্রদান করেন এবং মন্দিরের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ যুবরাজ, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অসিত বরণ সাহা, পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সঞ্চয় মোড়ল, কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ জি এম কামরুজ্জামান, শিবেন্দ্রনাথ রায়, সাবেক বাজুয়া ইউপি চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়, গোবিন্দ লাল রায়, শচীন্দ্র নাথ মন্ডল, নিহার মন্ডল, বিধানঘোষ, গাজী সরোয়ার হোসেন, অমিত সাহা, শাহাবুদ্দিন মোল্লা, স্বপন রায়, নিমাই মন্ডল, মিহির রায়, দেবদাস রায়, পরিতোষ রায়, দিপংকর বৈদ্য, মুরারীমোহন থান্দার, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়, প্রসেনজিৎ রায়, মুরারীমোহন থান্দার, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, আধ্যাপক রঞ্জন রায়, অচিন্ত্য সাহা, অংগদ বাইন, বিশ্বজিৎ রায়, বিষ্ণু পদ মিস্তী, শিবেন্দ্র প্রসাদ রায়, দূর্গপদ রায়, প্রভাষ রায়, নিহার রায়, সুধাংশু বৈদ্য, সমরেশ রায়, তাপস হালদার, মলিনা জোয়াদার, জয়শ্রী রায়, অধ্যাপক অমুল্য বাছাড়, ষুগোল ঘরসমী, সুকৃতি রায়, সুরঞ্জন রায়, সমরবিশ্বাস, আশোক কুমার রায় কৃষ্ণ পদ গোলদার, দেবান্দ মন্ডল প্রমুখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন