প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

শুভ জন্ম দিন

সাংবাদিক আজহারুল ইসলাম সাদী’র নাতি’র প্রথম জন্মদিন পালিত । সাংবাদিক আজহারুল ইসলাম সাদী’র নাতনি তাসফিয়া তাবাসসুম (১) এর প্রথম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর-২০২৩) বিকালে সাতক্ষীরা শহরের কাটিয়া’য় কবি ও সাংবাদিক আজহারুল ইসলাম সাদী’র নাতনি’র প্রথম জন্মদিন কোন প্রকার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও কেককাটা ছাড়াই স্মরণীয় হিসাবে পালিত হয়েছে। তাসফিয়া তাবাসসুম (১) তরিকুল ইসলাম তুহিন ও নাজমুন্নাহার নোভা দম্পত্তির একমাত্র কন্যা সন্তান। সাংবাদিক আজহারুল ইসলাম সাদী তার নাতিন তাসফিয়া তাবাসসুম এর জন্য সকলের দোয়া কাম্য করেছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন