প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফেসবুক আইডিতে নিজের নামের সাথে সাংবাদিক নাম জুড়ে দেওয়া

ফেসবুক আইডিতে নিজের নামের সাথে সাংবাদিক নাম জুড়ে দেওয়া। দৈনিক বাংলাদেশ আলোর এই বিষয়টি প্রায়ই লক্ষ করা যায়, বিশেষ করে এক শ্রেনীর সাংবাদিক নামধারী ফেইসবুক আইডিতে নিজের নামের আগে সাংবাদিক কথাটি জুড়িয়ে দেয়। এর যৌক্তিকতা কতটুকু আমার জানা নেই। মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে নিজের নাম। অনেক বড় বড় সাংবাদিককে দেখেছি মিডিয়ার পরিচয় পাওয়া মাত্র কোন কিছু যাচাই-বাছাই না করেই লাইক রিয়েক্ট বা ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করে থাকে। আমি এই বিষয়ে মোটেও একমত নই। পত্রিকা, টিভি মিডিয়া,বা অন লাইন মিডিয়ার বৈধ অনুমোদন,রেজিষ্ট্রেশন আছে কি না ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো খতিয়ে না দেখে সিদ্বান্ত নেওয়া মোটেও উচিত নয়। এই বিষয়ে কতগুলো পত্রিকা, অনলাইন মিডিয়ার নাম আমার চোখে পড়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন