প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কপিলমুনিতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর করুন মৃত্যু

কপিলমুনিতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর করুন মৃত্যু ।খুলনার পাইকগাছার কপিলমুনিতে মামার বিয়েতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শামীম ইসলাম(০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার কপিলমুনির ভৈরবঘাটায় ঘটনাটি ঘটেছে।শিশু শামীম পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মোঃ ইসলামের পুত্র।ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি জব্দ করলেও চালক প্রতাপকাটির কুদ্দুসকে পালিয়ে যেতে সহায়তা করে।নিহত শিশু শামীমের নানা সোহরাব গাজী জানান,শিশু সামিম তার মামার বিয়েতে তাদের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাই তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়লে ইজিবাইকের চাকা শিশু সামিমের মাথার উপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সামিমকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানান,খবর পেয়ে তিনিসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সর্বশেষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন