কুমিল্লার চৌদ্দগ্রামের জুয়েল ১৫পিস স্বর্ণের বারসহ গ্রেফতার। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আবুল হোসেন প্রকাশ জুয়েলকে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১৫পিস স্বর্ণের বারসহ গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। গতকাল শনিবার দুপুরে খুলনার লবণচরা থানার জিরোপয়েন্ট মোড়স্থ খানজাহান আলী ব্রীজ হইতে জিরোপয়েন্ট গামী মহাসড়কে আরাফাত ড্রাগ হাউজের সামনে থেকে আরও এক সহযোগীসহ জুয়েলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল বাতিসা ইউনিয়নের ডলবা মোল্লা বাড়ির আবুল কাশেম মোল্লার পুত্র। তার বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন জালিয়াতি এবং চোরাকারবারির অভিযোগ রয়েছে। একই অভিযোগে ইতোপূর্বেও গ্রেফতার হয়েছে সে।