প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লার চৌদ্দগ্রামে ছুপুয়া রাস্তার মাথায় ৩কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে ছুপুয়া রাস্তার মাথায় ৩কেজি গাঁজা উদ্ধার।  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বিশিষ্ট মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে মুনিয়া ও তার সহযোগী রাকিব ৩কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী আটক করে। আজ দুপুর আনুমানিক ২টায় গাঁজা পরিবহন কালে সন্দেহ হওয়ায় ছুপুয়া রাস্তার মাথায় গাঁজাসহ মনির হোসেন মুনিয়া ও তার সহযোগী রাকিব কে রিকশা সহ আটক করে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে মুনিয়া ও রাকিব পালিয়ে যায়।। উল্লেখ্য মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে মুনিয়া ও তার সহযোগী রাকিব দুর্গাপুর গ্রামের জিনু মিয়ার বাড়িতে থাকে। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে ৩কেজি গাঁজা ও একটি রিক্সাসহ চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই জিয়া কে হস্তান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন