প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু ।নাটোরের লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হোসনেয়ারা খাতুন হীরা(৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আট্টিকা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী ও উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। পারিবারিক ও স্কুল সূত্রে জানা যায়, হোসনেয়ারা বেশকিছু দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর শনিবার রাত ৩ টার দিকে তিনি মারা যান। লালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী ও উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলাল হেসেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন