প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু ।নাটোরের লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হোসনেয়ারা খাতুন হীরা(৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আট্টিকা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী ও উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। পারিবারিক ও স্কুল সূত্রে জানা যায়, হোসনেয়ারা বেশকিছু দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর শনিবার রাত ৩ টার দিকে তিনি মারা যান। লালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী ও উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলাল হেসেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন