প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

হাটহাজারী কলেজের প্রিন্সিপালের ইন্তিকালে আল আমিন সংস্থা’র শোক ও সমবেদনা জ্ঞাপন

হাটহাজারী কলেজের প্রিন্সিপালের ইন্তিকালে আল আমিন সংস্থা’র শোক ও সমবেদনা জ্ঞাপনঃ  হাটহাজারী কলেজের প্রিন্সিপালের ইন্তিকালে আল আমিন সংস্থা’র শোক ও সমবেদনা জ্ঞাপন উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী সরকারী কলেজের প্রিন্সিপাল মির কফিলউদ্দিন সাহেবের ইন্তিকালে আল আমিন সংস্থা’র পক্ষে সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও সাধারন সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বলেন তিনি অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে হাটহাজারী সরকারি কলেজের প্রিন্সিপ্যাল এর গুরু দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। সাবলীল উপস্থাপনা, মধুময় বাক্যশৈলী ও সর্ববোধগম্য করে পাঠ প্রদানে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক । একজন প্রিন্সিপ্যাল যতটা অফিসিয়াল হতে হয় মুহতারাম মির কপিল সাহেব সেটা ছিলেন না। তিনি ছিলেন উদার হৃদয়ের অধিকারী। অনেক বেশি আন্তরিক। আলেম – উলামাদের প্রতি শ্রদ্ধাভাজন এবং বিশেষ করে মাদারিসে কওমিয়ার একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী। আপনার মৃত্যুর সংবাদ আমাদের অন্তরকে চুরমার করে দিয়েছে। আমরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাত নসিব করেন। যে ভালো কাজগুলো আপনি করে গিয়েছেন তার উত্তম প্রতিদান আপনাকে দান করেন। আমিন মুহাম্মদ আনোয়ারুল করিম সহ-সম্পাদক আল আমিন সংস্থা

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন