প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকবেঃ দিরাইয়ে পূজা মন্ডপ পরিদর্শন কালে ডক্টর সামছুল হক চৌধুরী

আজ ২১শে অক্টোবর ২০২৩ ইং রোজ শনিবার দুপুর ১২টায় দিরাই উপজেলার শ্যামারচর পেরুয়া সার্বজনীন পূঁজামন্ডপ এবং পেরুয়া বাজার হাঁটি পূঁজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন আমরা বঙ্গবন্ধুর সপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। সুনামগঞ্জ-২, দিরাই-শাল্লা আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, দৌলত পুর উচচ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবৈতনিক প্রধান শিক্ষক, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরী বলেন- দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে উল্লেখ করে ডক্টর সামছুল হক চৌধুরী আর ও বলেন, আপনারা জাঁকজমকভাবে পূজা উদযাপন করছেন অনেক দর্শনার্থী বেড়েছে দূর দূরান্ত থেকে তারা পূজা দেখতে আসছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। স্থানীয় পূজা উদযাপনের ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলে হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। এ দেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দর্শন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ডক্টর সামছুল হক চৌধুরী বলেন- বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশজুড়ে ব্যাপক উন্নয়ন করেছেন। সারাদেশে আরো অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। দেশের মানুষ চায়, দেশের উন্নয়ন হোক, কিন্তু বিএনপি জামায়াত নাশকতা করে চলমান উন্নয়ন কাজগুলোর ব্যাঘাত ঘটাতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা বিএনপির পরিকল্পনা বুঝতে পেরেছে। দেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি। দিরাই-শাল্লা, উপজেলায় এবং প্রতিটা ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র দিয়ে একটি লিফলেট তৈরী করে বিতরণ করে যাচ্ছি বলে জানান ডক্টর সামছুল হক চৌধুরী এবং জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন ডক্টর সামছুল হক চৌধুরী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন