প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মধ্যনগরে আ.লীগের উন্নয়ন প্রচারনার সমাবেশে মনোনয়ন প্রত্যশী হায়দার চৌধুরী লিটন

মধ্যনগরে আ.লীগের উন্নয়ন প্রচারনার সমাবেশে মনোনয়ন প্রত্যশী হায়দার চৌধুরী লিটন । সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন প্রচারনায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২০অক্টোবর শুক্রবার বিকেলে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উন্নয়ন প্রচারনা সমাবেশের সভাপতিত্ব করেন মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নওয়াব আলী তালুকদার। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উন্নয়ন প্রচারনার জনসভায় বিশেষ অতিথি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য সহ অংশনেন বীরমুক্তি যোদ্ধা আলী হোসেন,আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক উপানন্দ সরকার,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনামূল হক,সদস্য লিটন দত্ত,প্রভাত সরকার প্রমুখ। প্রধান অতিথি ও বক্তাগনের বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সালাম জানান। এবং আসন্নবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে নেতৃত্বের ঐক্যতায় বিজয় সুনিশ্চিত করতে হবে।এসময় প্রধান অতিথি সুনামগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশাব্যক্ত করে বলেন, বাল্যকাল থেকেই আওয়ামী রাজনীতিতে নিজেকে জড়িয়ে রেখেছি। এবং আমি সহ আমার পারিবার আওয়ামী রাজনীতিতে মিশে রয়েছি।আওয়ামী লীগের দুঃখ,দুর্দিনে ছিলাম, রাজপথে আজো আছি এবং আগামী দিনেও মাঠে থেকে আওয়ামী লীগের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষেই কাজ করে যাবো ইনশাল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন