প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

উন্নয়নের অগ্রযাত্রা সচল রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই

উন্নয়নের অগ্রযাত্রা সচল রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেইঃরবিন খান । বগুড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রফি নেওয়াজ খান রবিন বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রা সচল রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। আ’লীগ সরকার দেশের উন্নয়ন ও দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, বয়স্কভাতা, বিধাব ভাতা মাতৃকালীনভাতা, রাস্তাঘাট, ব্রীজ, সেতু যেদিকে তাকাবেন সেদিকেই সরকারের সাফলতা চোখে পড়বে যা বলে শেষ করা যাবেনা। তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করা আহবান জানান। ২০শে অক্টোবর গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত লাংলুহাট স্কুল মাঠে বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম ধলুর সভাপতিত্বে জনসভায় বিষেশ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফা আব্দুর রাজ্জাক মিলু, সাধারন সম্পাদক এ.আই ফয়সাল খান জনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দক্ষিনপাড়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম, জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল আলম খান রুমেন, জেলা যুবলীগের সদস্য সাদ্দাম হোসেন, থানা সেচ্ছাসেবলীগের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, আওয়ামলীগনেতা বাবু মনোরঞ্জন সরকার, গোলাম রহমান মুকুল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসিবুল ইসলাম হাসিব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিনপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও প্যানেল চেয়াম্যান রায়হান কবীর সাধন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন