নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির আয়োজনে মরহুম এনামুল হক মোজমাল, স্মৃতি স্মরণে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শাহজাদপুর উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সভাপতিত্বে করেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনিরা আক্তার খান তরু লোদী, এই নৌকা বাইচ ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সাবেক মেয়র নজরুল ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, কাউন্সিলর আল মাহমুদ প্রামানিক, বিশিষ্ট ব্যবসায়ী আনিস প্রামানিক,এ নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনালে নিউ উড়ন্ত বলাকা, ললুয়া এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস নামের ৩ টি নৌকা অংশ গ্রহণ করে নিউ উরন্ত বলাকা বিজয়ী হয়। পরে বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি।