প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পঞ্চগড়ে ছাত্রলীগের উদ্যোগে ‘Once Again Sheikh Hasina ‘শীর্ষক আনন্দমিছিল অনুষ্টিত

পঞ্চগড়ে ছাত্রলীগের উদ্যোগে ‘Once Again Sheikh Hasina ‘শীর্ষক আনন্দমিছিল । বাংলাদেশ ছাত্রলীগ, পঞ্চগড় সদর উপজেলার ব্যানারে উন্নয়ন অগ্রযাত্রায় দূর্বার তারুণ্যের গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র ম্যান্ডেট Once Again Sheikh Hasina- আরো একবার শেখ হাসিনা শীর্ষক পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহষ্পতিবার (১৯- অক্টোবর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য জাহিদ হাসান জনি’র নেতৃত্বে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে দলীয় কার্যালয় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের ই বাংলা পার্ক চৌরঙ্গি মোরে এসে পদযাত্রাটি শেষ হয়।পদযাত্রা শেষে জাহিদ হাসান জনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পঞ্চগড়ের কৃতি সন্তান, সারা বাংলার ছাত্রসমাজের নয়নমণি, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন সাদ্দাম হোসেন ভাইয়ের নেতৃত্বে যেমন সুসংগঠিত হয়েছে সারা বাংলাদেশের ছাত্রলীগ, ঠিক তেমনি পঞ্চগড়ের সাধারন শিক্ষার্থীদের আস্থার আশ্রয়স্থল, রাজপথের স্লোগান মাস্টার খ্যাত আপোষহীন ছাত্রনেতা, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আবু মোঃ নোমান হাসান এর নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে পঞ্চগড় জেলা ছাত্রলীগ। আসন্ন দ্বাদশ নির্বাচন পর্যন্ত আবু মোঃ নোমান হাসান এর নেতৃত্বে পঞ্চগড়ের রাজপথ দখলে রাখার শপথ নিলাম। জেলার সকল স্তরের ছাত্রলীগের কর্মীবৃন্দ তার নেতৃত্বে যে কোন পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছি। এ সময় জাহিদ হাসান জনি আরো বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ, সবসময় একটি কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে তরুণ প্রজন্মের আলোকবর্তিকা হয়ে এই সংগঠনটি যুগের পর যুগ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আজকে জাতির পিতার যে অসমাপ্ত কাজ ছিল, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারই হাতে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এদেশের ক্রান্তিলগ্ন থেকে শুরু করে প্রত্যেকটি অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের অবদান রয়েছে। আগামীর নেতৃত্বে তরুণরাই থাকবে উল্লেখ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাত্রলীগ তরুণ সমাজকে নিয়ে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই কর্মসূচীতে অংশ নেন সদর উপজেলার অন্তর্গত ১০ টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ সহ জেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী মোঃ সোহেল রানা, মোঃ মাহির হাসান মিম, মোঃ সাদিকুর রহমান,সমোঃ তানভীর হাসান জয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন