প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যেগে “ওপেন হাউজ- ডে” তে পুলিশ পরিবহন শ্রমিক, সাংবাদিক ও সাধারণ মানুষের সাথে এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান প্রতিপাদ্য ছিলো “পুলিশই জনতা, জনতাই পুলিশ” সড়ক দুর্ঘটনা মাদক, চোরাচালান নির্মূল, সন্ত্রাসী কার্যক্রম রোধ, মহা- সড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জনসচেতনতা। ২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ ক্যাম্পের কনফারেন্স রুমে ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, ভুলতা স্কুলের শিক্ষক ওমা মেডাম, ভুলতা ষ্ট্যান্ড মসজিদের সহকারি ইমাম মোস্তাফিজুর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাফেজ মাওলানা নেওয়াজ রফিক, ভূলতা স্বেচ্ছাসেবক টিম লিডার রাকিব হাসান প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক, সাংবাদিকসহ ও সাধারণ জনতা। বক্তরা সভায় প্রধান প্রতিপাদ্য নিয়ে যেমন সড়ক দুর্ঘটনা মাদক, চোরাচালান নির্মূল, সন্ত্রাসী কার্যক্রম রোধ, মহা- সড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জন সচেতনামূলক বক্তব্য দেন। #### তাঃ- ২০-১০-২০২৩ ইং রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন