প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রুমায় ইসরালীদের কর্তৃক ফিলিস্তিনীদের উপর বর্ররতা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত

রুমায় ইসরালীদের কর্তৃক ফিলিস্তিনীদের উপর বর্ররতা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ নারী, শিশু ও সাধারন জনগণের উপর বর্বর ও নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হযেছে। আমরা সবাই ভাই ভাই, মানব হত্যার বিচার চাই” এ শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে রুমায় সম্মিলিত মুসলিম জনতা ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। শুক্রবার (২০অক্টোবর) বিকাল দুইটায় রুমা বাজারে হেটেল হিলটনের সামনে প্রাঙ্গণে এ সংহতি সমাবেশ আয়োজন করে । রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন জগলুল মাদদাসার অধ্যক্ষ ও রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হোজাইফা, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, উ নাইন্দিয়া ভিক্ষু, আ.লীগের নেতা আবু সিদ্দিক, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শাহজাহান, মুরাদ হাসান। এর আগে জুম্মা নামাজের পরপর জগলুল মাদদারাসার প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রুমা বাজার সহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুমা বাজারে হোটেল হিলটন আবাসিক ভবনের সামনে সমাবেত হয়। এই সমাবেশ থেকে বক্তারা- অনতিবিলম্বে মজলুম ফিলিস্তিনের অবুঝ শিশু, নারী, স্কল, হাসপাতালসহ সাধারণ জনবসতিতে বরবতা ইসরায়েলীদের আগ্রাসী হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের উদাত্ত আহবান জানিয়েছেন। এ সমাবেশেটি পরিচালনা করেন মোহাম্মদ ইলিয়াস মীর ও মোহাম্মদ দিদার। শৈহ্লাচিং মারমা রুমা সংবাদদাতা

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন