প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে স্কুলের দেয়াল ধসে ১জনের মৃত্যু

রূপগঞ্জে স্কুলের দেয়াল ধসে ১জনের মৃত্যু। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা প্রশস্তকরণ কাজের সময় স্কুলের দেয়াল ধসে আলিফ (১১) নামে এক স্কুল শিক্ষার্থী হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে। নিহত আলিফ নীলফামারীর ডোমরা থানার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে। সে বরপা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। নিহত আলিফের বাবা নিলু মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আলিফ স্কুলে যায়। ক্লাসের ফাঁকে সে তার বন্ধুদের নিয়ে স্কুলের পাশে রাস্তা প্রশস্তকরণের কাজ দেখতে যায়। এসময় নির্মাণকাজ চলাকালে রোলারের চাকার ধাক্কায় স্কুলের একটি দেয়াল ধসে যায়। দেয়ালটি পাশে দাঁড়িয়ে থাকা শিশু আলিফের ওপর পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন