প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

গাজায় পশ্চিমাদের অবিলম্বে ট্রাজেডি বন্ধ করতে হবে: আরব লীগ প্রধান

আরব লীগ প্রধান আহমেদ আবুল ঘেইত গাজায় অবশ্যই অবিলম্বে ট্রাডেজি বন্ধ করতে পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গাজায় হাসপাতালে ইসরাইলের বোমা হামলায় অন্তত পাঁচশ’ লোক নিহত হওয়ার প্রেক্ষিতে আরব লীগ প্রধান মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন।
এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘কোন শয়তানি মন ইচ্ছাকৃতভাবে একটি হাসপাতাল এবং এর অরক্ষিত বাসিন্দাদের ওপর বোমা বর্ষণ করে?’
তিনি আরো বলেছেন, আরবরা এই যুদ্ধাপরাধ নথিভুক্ত করবে এবং অপরাধীরা ছাড় পাবে না।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন