প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

জয়া আহসানের ভক্তকুলের সংখ্যা সর্বোচ্চ

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান এই পুজোয় মুক্তি কলকাতার ছবি ‘দশম অবতার’ এর প্রিমিয়ারে চোখ ধাঁধানো রূপের দ্যুতি ছড়িয়েছেন। জনপ্রিয় এই অভিনেত্রী যেনো রূপ – সৌন্দর্য আর ফিটনেসের দিক থেকে দিন দিন নিজেকেই নিজে টেক্কা দিয়ে যাচ্ছেন। ‘দশম অবতার’ এর প্রিমিয়ারে তোলা জয়া’র ছবিগুলো জোরালোভাবে সমর্থন দিচ্ছে সেই কথারই। বাংলাদেশের তারকা অভিনেত্রীদের মধ্যে জয়া আহসানের ভক্তকুলের সংখ্যা মনে হয় সর্বোচ্চ। এটা হবে নাই–বা কেন! একদিকে দুর্দান্ত অভিনয়শৈলী আর সেই সঙ্গে চোখধাঁধানো রূপের ঝলক তার রয়েইছে।
আকর্ষণীয় ফিগার আর চেহারার এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করলেই তা নিয়ে নেট দুনিয়ায় হুড়োহুড়ি লেগে যায়। সেটা হয় দুই বাংলাতেই। কারণ, জয়া আহসান কলকাতা আর বাংলাদেশ – দুই জায়গাতে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। তবে বহুপ্রতীক্ষিত ভারতীয় বাংলা মুভি ‘দশম অবতার’ এর গ্র্যান্ড প্রিমিয়ারে জয়াকে দেখে সবার চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো ব্যাপার হচ্ছে।
প্রিয়ালি অফিশিয়ালের আসন্ন ওয়েডিং কালেকশন থেকে বেছে নেওয়া রূপালি ঝিকমিকে শাড়ির সঙ্গে কোনো রকম রহস্য না রাখা সাহসী ডিজাইনের ব্লাউজটি জয়ার সহজাত আবেদন বাড়িয়ে দিয়েছে জ্যামিতিক হারে। স্বচ্ছ ফেব্রিকের ট্রেন্ডি উঁচু বোটনেকের কাঁধ ছাড়ানো স্লিভসের ব্লাউজটি এই লুকের মধ্যমণি। ব্লাউজের ডিসের লাইনিংয়ে স্কিন কালার থাকায় শারীরিক সৌন্দর্যের ভরপুর প্রকাশ পাচ্ছে। সিকুইন বসানো রুপালি শাড়ির ড্রেপিং সচেতনভাবেই এমন করে করা হয়েছে, যাতে ব্লাউজের থেকে মনোযোগ না সরে যায় কারও। অনুষঙ্গের বাড়াবাড়ি করে এই অসাধারণ আউটফিটের অমর্যাদা হতে দেননি জয়া। হাতে আর কানে হীরার ম্যাচিং আংটি আর দুল। এক পাশে সিঁথি করে ব্যাংস রেখে খোঁপা করা আলগাভাবে।
জয়া’র আকর্ষণীয় মুখশ্রীকে সংগত দিয়েছে ম্যাট গোলাপি লিপস্টিক আর কিছুটা নাটকীয় স্মোকি প্রভাবে শিমারি আইশ্যাডো। তবে যত যা–ই হোক, ‘দশম অবতার’ এর প্রিমিয়ার উপলক্ষে জয়া আহসানের নতুন এই শাড়ি পরা ছবিগুলো সবার বহুদিন মনে থাকবে। এই পুজোয় কেউ যদি ইচ্ছে করেন তার মতো আকর্ষনীয় লুকে ধরা দিতে চান, তবে তার স্টাইলটি অনুসরণ করে হয়ে উঠুন চোখ ধাঁধানো সুন্দরী।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন