প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও

বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন

পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন,দুর্গাপূজা কমিটির সভাপতিঃ শুভাশীষ চক্রবর্তী, সাধারন সম্পাদকঃ জয় দে সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এসময় ইউএনও অফিসার ইনচার্জ দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন, এরপর ডিউটিতে নিয়োজিত থাকা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা কমিটির সদস্যদের সহযোগিতা করার জন্য বলা হয়। যে কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে অগ্রিম অবগত করতে বলা হয় এবং দুর্গাপূজা সুন্দর ও সুষ্টভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য মঙ্গল কামনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন