প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মধ্যনগরে দুই লক্ষাধিক টাকার মদ সহ গ্রেফতার ১

সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবি বিশেষ অভিযানে দু’লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ একব্যক্তি গ্রেফতার হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঁকাতলাস্থ সুনামগঞ্জ ২৮ বিজিবি, বাঙ্গালভিটা বিওপি MP-১১৯০/১০ এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদের অভ্যন্তরে GR-০৪২৮৫৮ MS ৭৮ ও/৪ নামক স্থান হইতে সাতাত্তর লিটার ভারতীয় মদ সহ গ্রেপ্তার হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঁকাতলা গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আজিজুল ইসলাম(৩০)। এ সময় ১৪৯ বোতল ৭৭ লিটার ২৫০ মি.লি. ভারতীয় মদ যার আনুমানিক মূল্য দুই লক্ষ তেইশ হাজার পাঁচশত টাকা।বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম এমরান হোসেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন