সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবি বিশেষ অভিযানে দু’লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ একব্যক্তি গ্রেফতার হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঁকাতলাস্থ সুনামগঞ্জ ২৮ বিজিবি, বাঙ্গালভিটা বিওপি MP-১১৯০/১০ এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদের অভ্যন্তরে GR-০৪২৮৫৮ MS ৭৮ ও/৪ নামক স্থান হইতে সাতাত্তর লিটার ভারতীয় মদ সহ গ্রেপ্তার হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঁকাতলা গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আজিজুল ইসলাম(৩০)। এ সময় ১৪৯ বোতল ৭৭ লিটার ২৫০ মি.লি. ভারতীয় মদ যার আনুমানিক মূল্য দুই লক্ষ তেইশ হাজার পাঁচশত টাকা।বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম এমরান হোসেন।