প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নড়াইলে আমিন টেলিভিশনের নির্বাহী সম্পাদক ও তার পরিবারকে হত্যার হুমকি!

নড়াইলে আমিন টেলিভিশনের নির্বাহী সম্পাদক আমিনুর রহমান ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামের কামরুল মোল্যার ছেলে ইসহাক মোল্যা (২১) ও মনির মোল্যার ছেলে সজল মোল্যার (২০)’র বিরুদ্ধে।

১৪ অক্টোবর প্রবাসী আমিনুর রহমানকে এই হুমকি দেয় তারা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বিগত ১৫ অক্টোবর আমিনুর রহমানের পিতা একই ইউনিয়নের নিধিখোলা গ্রামের খায়রুজ্জামান মোল্যা নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বিগত ১৩ অক্টোবর পাইকমারী গ্রামে দু’গ্রুপের সংঘর্ষের নিউজ আমিন টেলিভিশনে প্রচারিত হলে পরদিন অভিযুক্ত ইসহাক ও সজল ফেসবুক ম্যাসেঞ্জারে প্রবাসী আমিনুরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং তার মা বাবাকে হহ্যার হুমকি দিয়েছে বলে জানানা গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন