প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তালায় থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্টিত

তালায় থানা পুলিশের বিশেষ মহড়া । সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজায় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ শে অক্টোবার) বিকালে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে থানা ও ক্যাম্প পুলিশের বিশেষ মহড়া বাহির হয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় মহড়ায় অংশগ্রহন করেন, তালা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) এম.এম সেলিম,তালা থানার সেকেন্ড অফিসার এসআই মো: মনিরুজ্জামান(২),এসআই চিন্ময় মন্ডল, এসআই মো: মনিরুজ্জামান(১), এসআই রাজিব সরদার, এসআই দেলোয়ার হোসেন,এএসআই মামুনুর রশিদ, এএসআই আলী হাসান, এএসআই আবুল হোসেন, এএসআই মো: মনোয়ার, এএসআই মনিরুল ইসলাম, এএসআই আনিছুর রহমান। এসময় তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম পিপিএম জানান, তালা থানা এলাকায় সকল পূজা মন্ডপ গুলোতে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। আমরা আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সদা প্রস্তুত আছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন