পীরগাছায় ক্ষুন্দ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন। রংপুরের পীরগাছায় ক্ষুন্দ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সরিষা বীজ ছাড়াও কৃষকদের মাঝে গম, ভূট্টা, সূর্যমূখী, চীনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ ও সার দেয়া হবে। উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৪ হাজার ৭৪০ জন কৃষক এ প্রণোদনার সুবিধা পাবেন।