প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

রাজশাহী রেঞ্জে সেপ্টেম্বর ২০২৩ মাসে বিশেষ সম্মাননা গ্রহণ

রাজশাহী রেঞ্জে সেপ্টেম্বর ২০২৩ মাসে বিশেষ সম্মাননা গ্রহণ। আজ ১৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে সেপ্টেম্বর-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়। সভার শুরুতেই সভাপতি মহোদয় সার্বিক কার্যক্রমের উপর অত্র রেঞ্জের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হওয়ায় ইন্সপেক্টর (নিঃ)/মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ ও শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হওয়ায় এসআই (নিঃ)/মোঃ মমিনুর রহমান খান, সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়। জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ সিরাজগঞ্জ বিনির্মাণে জেলা পুলিশ, সিরাজগঞ্জ’র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ অফিসের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল জেলার পুলিশ সুপারগণ ও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট(এসপি)গণসহ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন