প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বঙ্গবন্ধুর বায়োপিক দেখতে ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখতে সব ছাত্র-ছাত্রীসহ প্রত্যেক কিশোর, তরুণ, যুবককে আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদ ও নেতাকর্মীরা

আজ ১৯ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পযন্ত বিভিন্ন ইস্কুল কলেজ সহ বিভিন্ন পয়েন্টে মুজিব একটি জাতির রূপকার’ সিনেমার প্রচার প্রচারণা করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা শহরের সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে শুরু করে প্রচারনা শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়, ও সুনামগঞ্জ সরকারী কলেজ,সরকারী মহিলা কলেজ,সরকারী পৌর কলেজ,এইচ.এমপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,বুলচান্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এসে প্রচার-প্রচারণা শেষ হয়।

এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিখন আহমেদ বলেন- আমি মনে করি- বঙ্গবন্ধু,বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানা দেশপ্রেমের অংশ। সেই ইতিহাস সম্পর্কে জানার জন্যেই সাধারণ শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বায়োপিক “মুজিব: একটি জাতির রুপকার” দেখাটা খুবই জরুরী। এ থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারবে।

এই প্রচারনায় অংশ গ্রহণ করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাঈদ আপন,কাউসার আহমেদ,লায়েছ আহমেদ,শেখ অলি আহমদ,সহ-সম্পাদক আতাহার ফিদা লাবিব ও জেলা ছাত্রলীগ নেতা ইউসুফ আহমদ,সাইফুল ইসলাম,সামসুল
হক,পলাশ,উবায়েদ,তাওহীদ,আকেফ,মুনতাছির হাসান,রাজীব প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন