প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গুইমারা থানার বিশেষ অভিযানে ২০ বিশ লিটার চোলাই মদ সহ আটক ১

“মাদক কে না বলুন” এই স্লোগানে অবৈধ মাদক দ্রব্য ও চোরা কারবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী, খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) এর প্রত্যক্ষ নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, রামগড় সার্কেল মো: নাজিম উদ্দীন ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব চন্দ্র কর এর প্রত্যক্ষ তত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে গুইমারা থানা পুলিশ।

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানাধীন হাফছড়ি ইউনিয়নের হাতিমুরা এলাকার শিকদার মোরে পাকা রাস্তার উপরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম গামী শান্তি পরিবহনে বিশেষ অভিযানের মাধ্যমে তল্লাশি চালিয়ে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ একজন আটক করে গুইমারা থানা পুলিশ।

গত ১৮ অক্টোবর বুধবার রাতে গুইমারা থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে মোবাইল নাইট অফিসার ও ফোর্স দের সহায়তায় বিশেষ অভিযানের মাধ্যমে মিটন দাশ (৩৬) পিতা-প্রদীপ দাশ, মাতা-গিন্নী দাশ ,স্থায়ী: সাং- ফতেয়াবাদ উপজেলা/থানা- হাটহাজারী, জেলা -চট্টগ্রাম নামের একজনকে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করে গুইমারা থানা পুলিশ।

গুইমারা থানার এসআই জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি পার্বত্য কন্ঠকে জানান ১৯ অক্টোবর উক্ত বিষয়ে গুইমারা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন