প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আপনি কি দৈনিক কলম যোদ্ধা পরিবার এর একজন গর্বিত সদস্য হতে চান?

পৃথিবীর সকল দেশে থাকা অবস্থানরত বাংলাদেশীরা তাদের মনের ভিতর জমানো হাজারো ব্যথা, সমস্যা, বিপদ আপদের কথা, যে যেই দেশে বিপদে আছেন, তারা আমাদেরকে লিখে পাঠান, আমরা চেষ্টা করবো আপনার কথা গুলো, সমস্যা গুলো প্রকাশ করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।

✒ কলম যোদ্ধা অর্থাৎ সাংবাদিকতা একটি অত্যন্ত মহৎ পেশা এবং সবচেয়ে সম্মানের। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপুর্ণ পেশাও সাংবাদিকতা।
এ পেশায় সৎ সাহস এবং সবচেয়ে দক্ষতার প্রয়োজন।

যেমন শিক্ষা মেধা তেমন লেখার যোগ্যতা থাকতে হয়। এ পেশায় বিড়াল হলে চলে না, বাঘের মতো হতে হয়। চাঁদাবাজি, ধান্ধাবাজি করার ইচ্ছে থাকলে বেশিদিন টিকে থাকা যায় না। ভয় না করে জয় করা। হেরে যাওয়া নয় কলমের কালি দ্বারাই বেঁচে থাকা।

কলমের কালি পবিত্র তবে এই কালিকে অপবিত্র করে এ পেশায় বেশি দিন স্থায়ীত্ব নয় হয়তোবা।

এই পেশা ওই ব্যক্তিকে মানায় দেশ প্রেমে জাগ্রত হয়ে তথ্য খুঁজে বেড়ানো। কলম যোদ্ধারা সব সময় খবর খুঁজে।
সারাদিন খবরের পিছনে লেগে থাকা। তথ্য উপাত্তকে খুঁজে বের করা। কোথায় কি ঘটলো মিনিটেই বের করার নামই সাংবাদিকতা। পেশাটি একমাত্র দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত।

পেশাদার কলম যোদ্ধারা সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করে না। কলমের যাত্রা একমাত্র সত্য প্রকাশে। বস্তুনিষ্ঠ সংবাদের মধ্যমেই ফুটে উঠে আসল সাংবাদিকতা।

নিশ্চয়ই কলম যোদ্ধারা শিক্ষা মেধা যোগ্যতা, দক্ষতা অর্জন করেই এ পেশায় এসেছেন। আমরা চাই একটি সোনার বাংলাদেশ, তাই সোনার দেশ গড়তে হলে হতে হবে সোনার মানুষ । ফিরিয়ে দিতে হবে সেই পুরনো ঐতিহ্য।

আপনি কি দৈনিক কলম যোদ্ধা পরিবার এর একজন গর্বিত সদস্য হতে চান?

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন