প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ইসরায়েলে যাচ্ছেন বাইডেন

ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) তিনি তেল আবিব সফর করবেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন।
ইসরায়েল সফরের পাশাপাশি বাইডেন জর্ডানে যাবেন, সেখানে তিনি বাদশা আব্দুল্লাহ’র সঙ্গে বৈঠক করবেন। এছাড়া মিশরের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাসের সঙ্গেও আলোচনা করবেন তিনি।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কিরবি এ কথা বলেন।
গত সপ্তাহে ইসরায়েলে সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, তিনি ইসরায়েল ও আরব নেতাদের সঙ্গে ফিলিস্তিনি ইস্যু নিয়ে কথা বলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরটি ছিল মূলত ইরানকে ঠেকানোর জন্য। যাতে হামাসকে ইরান সহযোগিতা না করতে পারে। গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠীকে দীর্ঘদিন ধরে ইরান অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র্র ইরানের এই সহায়তা ঠেকাতে চায়।
সফর শেষে সোমবার ইসরায়েলে ফিরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ব্লিঙ্কেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন