প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ । আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাটোর সিংড়া ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই আসনে বিগত ২০১৮ সালের নির্বাচনে দলীয় নমিনেশন পেয়ে আলোচনায় আসে তরুন নেতা দাউদার মাহমুদ। সফল সাংগঠনিক নেতৃত্ব দেওয়ার কারণে তিনি জায়গা করে নিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এর পদটি। আগামী নির্বাচন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ইমেজ নষ্ট করতে তার বিরুদ্ধে সংঘবদ্ধ এই অপচেষ্টা চলছে। দাউদার মাহমুদ বলেন, আমি কাউকে প্রতিপক্ষ মনে করিনা। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, উনার মুক্তি ও সেই সাথে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন সংগ্রামে জনগণের পাশে থেকে সর্বাক্ষনিক নেতৃত্ব দিচ্ছি। দলীয় সমন্বয় আর রাজনৈতিক নির্দেশনায় দলের হয়ে প্রতিনিধিত্বও করছি। আমার সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা ও সততার সাথে দলের হয়ে কাজ করাই মূল লক্ষ্য। তিনি আরো বলেন, আমার আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এলাকার কাজ করি। আমার বিরুদ্ধে ফেইসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করে নানাবিধ অপপ্রচার চালাছে। একদল কুচক্রী ও অর্থলোভীরা দলের বদনাম করতেই দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তার পরও আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করতে পারেনি বা সামনে পারবেও না। এলাকার মানুষের জন্য আমি সবসময় কাজ করি। খোঁজ নিয়ে জানা যায়, তার সামাজিক ও রাজনৈতিক গঠনমূলক কর্মকান্ড একজন মানবতার ফেরিওয়ালার মতই।সম্প্রতি সময়ে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সকল শ্রেনী পেশার মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছেন। উপজেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, রাজনৈতিক মহলে ক্লিন ইমেজ ও সিংড়া আসনে নেতৃত্বের গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা নষ্ট করে তাকে মিথ্যা এক বানোয়াট ফেইসবুক স্ট্যাটাস দিয়ে নারী কেলেংকারীর নামে হেয় প্রতিপন্ন করতে অপচেষ্টা চলছে। বিগত আন্দোলন সংগ্রামে কর্মী সমর্থন ও রাজনৈতিক দক্ষতা ভালো। তাই আমরা আগামী দিনের চেলেঞ্জ মোকাবেলা করতে সময় উপযোগী নেতা বিবেচনায় গত নির্বাচনে দল তাকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন