প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

একাদশে নেই সাকিব

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হবে ম্যাচটি। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। সাকিবকে নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত তারকা এই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত।
সাকিবের পরিবর্তে বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। বল হাতে ছন্দে না থাকা তাসকিন আহমেদও নেই একাদশে। তার জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। অন্যদিকে, আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে রোহিত শর্মার দল। আগে ব্যাটিংয়ে নেমে বুমরাহ-সিরাজদের বিপক্ষে সাবধানী ব্যাটিং করছেন তামিম-লিটন।
পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ভারত। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ভারতের জয় ৩১ টিতে ও বাংলাদেশ জিতেছে ৮ টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে কেবল একবার ভারতকে হারাতে পেরেছে টাইগাররা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন