প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫ ১ কার্তিক, ১৪৩২ ২৪ রবিউস সানি, ১৪৪৭

চিকাজানি ১ নং ওয়ার্ডে মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শামীম মিয়া : আগামী সংসদ নির্বাচন সামনে রেখে এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষে চিকাজানি ১ নং ওয়ার্ডে মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন সামছুল আলম লিটন আকন্দ সভাপতি পৌর ১নং ওয়ার্ড বিএনপি প্রধান অতিথিঃ মোঃ শফিকুল ইসলাম (তারা) সঞ্চালনাঃ মোঃ মিনাল হক সাধারন সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মোখলেছুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি। মোশাররফ হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি। আবুল হোসেন সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা সেচ্ছাসেবকদল। ছদরুল আলম রুবেল সহ-সভাপতি পৌর ১নং ওয়ার্ড বিএনপি তারা মিয়া সহ-সভাপতি পৌর ১নং ওয়ার্ড বিএনপি। রায়হান আহমেদ ফরহাদ সভাপতি পৌর ১নং ওয়ার্ড ছাত্রদল। ফুলমামুনসদস্য উপজেলা বিএনপি আরো উপস্হিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ১নং ওয়ার্ডের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন