প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

ইতালীর সংবর্ধনা পেলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী

 নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান কে ইতালি পালেরমো যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম কে ইতালি পালেরমো যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে. নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম ইতালি পালেরমো শহরে সংবর্ধিত হয়েছেন। ইতালি আওয়ামী যুবলীগ পালেরমো শাখা’র সভাপতি এম এ হালিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ রহমান সাইফুল’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি পালেরমো আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ ফজলুল হক, ইসমাইল হোসেন বাচ্চু, ইমরান মোল্লা, নরসিংদি পলাশ, পৌরসভার কাউন্সিলর কামরুল ইসলাম। সংবর্ধিত অতিথি আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম তার বক্তব্যে স্মৃতিচারণ করেন শৈশব, কৈশোরে একজন ছাত্রনেতা থেকে জননেতা হওয়ার সেই উত্তাল দিনের কথা। জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ইউনিটের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।ইতালি পালেরমো আওয়ামী যুবলীগের পক্ষ থেকে তাকে সম্মানিত করে অনুষ্ঠান আয়োজন করায় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সবাইকে কৃতজ্ঞতা জানান তিনি। বক্তব্য রাখেন, ইতালি পালেরমো আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আকন্দ, অর্থ বিষয়ক সম্পাদক আজিজুল হক, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, কার্যকরী সদস্য, মালেক আহমেদ, মুন্না চৌধুরী, মোশাহিদ আলী,নাজির মিয়া,ছাত্রলীগ নেতা আকবর হোসাইন, আদনান তায়েফ প্রমূখ। মতবিনিময় সভা শেষে ফুল দিয়ে অতিথিকে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ। নৈশভোজের মাধ্যমে সংবর্ধনা সভার সফল পরিসমাপ্তি হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন