প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫ ২৯ আশ্বিন, ১৪৩২ ২১ রবিউস সানি, ১৪৪৭

মনোহরদীতে খিদিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান

খন্দকার সেলিম রেজা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ২০২৫ সালের গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দীনকে কলেজের পক্ষ থেকে এক মনোমুগ্ধকর সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার(১২ অক্টোবর)সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক-সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা গ্রহণ শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দীন কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি সকলের সহযোগিতায় কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা অধ্যক্ষ নাজিম উদ্দীনের দীর্ঘ শিক্ষাজীবন,নিষ্ঠা ও নেতৃত্ব
গুণের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন