
সোহানুল হক পারভেজ রাজশাহী :
তাড়াশ উপজেলায় বেশ কিছুদিন ধরে পাইকারি বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও দেড়গুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। ফলে বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সব শ্রেণিপেশার মানুষ। তাড়াশ উপজেলার হাট-বাজারের দোকানগুলোতে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে। একইভাবে অন্য সবজিও বিক্রি হচ্ছে বেশি দামে। সোমবার (১৩ অক্টোবর) তাড়াশ উপজেলায় পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজি বেশ কিছুদিন ধরেই একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি করলা ৪০ টাকা, শসা ৫০ টাকা, বরবটি ৬৬ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৩৫ টাকা, লাউ ৫০ টাকা, কাঁচাকলা হালি ৩০ টাকা, লেবু হালি ২০-২৫ টাকা, বেগুন লম্বা ৪০-৫০ টাকা, বেগুন গোল ৫০-৬০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজি বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা ও সিম ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তাড়াশ উপজেলায় ২০০ টাকা কেজি কাঁচামরিচ খুচরায় বিক্রয় হচ্ছে। এদিকে পাইকারি বাজার থেকে এসব সবজি কিনে খুচরা বিক্রেতারা দেড় থেকে দ্বিগুণ দামে বিক্রি করছেন তাড়াশ উপজেলায় বিভিন্ন বাজারে। তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী নওগার হাটে, ও মান্নান নগর বাজার, মহিষ লুটি বাজারসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ ২০০ টাকা, করলা ৬০-৬৫ টাকা, শসা ৩৫-৪০ টাকা, বরবটি ৭০-৭৫ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০-৪৫ টাকা, লাউ ৩৫-৪০ টাকা, কাঁচাকলা হালি ৩৫-৪০ টাকা, লেবু হালি ২০-২৫ টাকা, বেগুন লম্বা ৫০-৫৫ টাকা, বেগুন গোল ৬০-৮০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজি বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৭০-৮০ টাকা ও শিম ১০০-১২০টাকা কেজি বিক্রি হচ্ছে।