প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫ ২৯ আশ্বিন, ১৪৩২ ২১ রবিউস সানি, ১৪৪৭

দেওয়ানগঞ্জ উপজেলা সানন্দবাড়ী ডিগ্রী কলেজ মাঠে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ শামীম মিয়া স্টাফ রিপোর্টার

দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শনিবার বিকেলে ফুটবল ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত

প্রধান অতিথি মিল্লাত জনগনের উদ্দশ্যে বলেন- ‘আপনারা পিআর চান, পিআর মানে বুঝেন, তাহলে কেমনে পিআর পিআর বলবেন। আপনাদের দরকার হলো নির্বাচন।’

চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো.নুরুল ইসলামের সভাপতিত্বে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদ দলের (বিএনপি) কোষাধ্যক্ষ উপজেলা বিএনপির সভাপতি এম.রশিদুজ্জামান মিল্লাত।

এই আলোচনা সভায় প্রধান অতিথি এম.রশিদুজ্জামান মিল্লাত বলেন- ‘পিআর মনে হলো, তাঁরা যেহেতু কোন আসনে জিততে পারবে না। পার্সেন্ট নিয়ে প্রকৌশলে লিড রিপ্রেজেন্টেশন তারা চায়। এই টার নাম পিআর পদ্ধতি। অর্থ্যাৎ সারা দেশে যদি তিন শতাংশ বা পাঁচ শতাংশ ভোট পান তাহলে তাঁরা সংসদে ১৫ টি আসন পাবে। এ আসনের জন্য তাঁর পিআর পিআর করছে।’

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, মাহবুবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন,
সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব , উপজেলা যুবদলের আহ্বায়ক মন্জু হোসেনসহ উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীর উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে প্রায় ১০ সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।

টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করেন। ফাইনালে সানন্দবাড়ী ক্রীড়াচক্র ও রৌমারী উপজেলার বকবান্দা ইউনাইটেড ফুটবল একাদশের মধ্যে খেলা হয়। এসময় ০২-০১ গোলে রৌমারী বকবান্দা ইউনাইটেড ফুটবল একাদশ জয়ী হয়েছে।

পরে প্রধান অতিথি এম.রশিদুজ্জামান মিল্লাত চ্যাম্পিয়ন ও রানারস আপ দলের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন