প্রিন্ট এর তারিখঃ রবিবার ১২ অক্টোবর, ২০২৫ ২৭ আশ্বিন, ১৪৩২ ১৯ রবিউস সানি, ১৪৪৭

ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে হিমেল ও মেহেদী

সাকিবুল হাছানঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ২০২৫-২৬ সালের কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান হিমেল সভাপতি এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,”আগামী ০৭ কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করতে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হলো।”

নবনির্বাচিত কমিটির সভাপতি হাসিবুল হাসান হিমেল বলেন, “প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় ও ঢাকা কলেজ শাখার উপদেষ্টা ও নেতৃবৃন্দের প্রতি যারা আমার ওপর ভরসা করে দায়িত্ব প্রদান করেছেন। এই দায়িত্বটা আমার কাছে আমানত স্বরুপ। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ঢাকা কলেজ শাখার পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে সামনের দিকে নিয়ে যেতে এবং নতুন দিগন্তের উন্মোচন করতে। সবশেষে এই ফোরামের সাথে যুক্ত সকালের কাছে দোয়া প্রার্থী।”

সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “দায়িত্ব পাওয়ার মধ্যে আলাদা এক আনন্দ ও অনুভূতি আছে আর সেই দায়িত্ব যদি হয় বুদ্ধিবৃত্তিক সংগঠনের তাহলে আনন্দের পরিমান কয়েক গুণে বেড়ে যায়। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছে সেই দায়িত্ব যথাযথ পালনের মধ্যে দিয়ে আমি আমার আনন্দের যাত্রাকে  বৃদ্ধি করতে চাই। সংগঠনের সকল কার্যনির্বাহী কমিটির সমন্বয়ে মানসিক ঐক্য গড়ে তোলাই হবে আমার প্রথম কাজ। কেননা কমিটির ভিতর ঐক্য না থাকলে দূরদর্শী পরিকল্পনা গুলো বাস্তবায়ন করা সম্ভব হয়না।”

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখিবিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন