প্রিন্ট এর তারিখঃ রবিবার ১২ অক্টোবর, ২০২৫ ২৭ আশ্বিন, ১৪৩২ ১৯ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়া পৌর বিএনপি’র দ্বি বার্ষিক কাউন্সিল, সভাপতি আব্দুল করিম, সম্পাদক সিরাজ

 এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি: পাবনার সাঁথিয়া পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল ২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার ( ১১ অক্টোবর) বিকাল সোয়া তিনটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে আব্দুল করিম ২৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তান নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম বন্দে পেয়েছেন ২৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম সিরাজ ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান নান্নু পেয়েছেন ১৯৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আশিক ইকবাল রাসেল ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল হক পেয়েছেন ১৮২ ভোট। দিনভর ভোট গ্রহণ প্রক্রিয়া তদারকি করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। ফলাফল ঘোষণার পর পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, এই নির্বাচন প্রমাণ করে বিএনপি তৃণমূল কর্মীরা এখনো গণতান্ত্রিক পদ্ধতি পছন্দ করে। আজকের নির্বাচনে তৃণমূল কর্মীদের মাঝে নতুন কর্ম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাঁথিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে নির্বাচনী এলাকায় দিনভর নেতাকর্মীদের ভিড়, স্লোগান ও আনন্দ মিছিলের মাধ্যমে পুরো এলাকায় তৈরি হয় প্রাণবন্ত রাজনৈতিক আবহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন