প্রিন্ট এর তারিখঃ রবিবার ১২ অক্টোবর, ২০২৫ ২৭ আশ্বিন, ১৪৩২ ১৯ রবিউস সানি, ১৪৪৭

আরএমপিতে “থাকবে পুলিশ জনপদে,ভোট দেবেন নিরাপদে” এই প্রতিপাদ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

মোঃ আফতাবুল আলম,রাজশাহী: “থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের অন্যান্য পুলিশ ইউনিটের ন্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশেও নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র-১ এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম। একই সময়ে পুলিশ লাইন্সের ট্রাফিক ব্যারাকে নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র-২ এর উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম।কোর্স উদ্বোধনে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, নির্বাচনের সময় পুলিশের দায়িত্ব সবচেয়ে বেশি। সেই লক্ষ্যে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য বাহিনী সহযোগী হিসেবে কাজ করলেও মূল দায়িত্ব পালন করবে পুলিশ। তাই দায়িত্বপ্রাপ্ত প্রতিটি সদস্যকে প্রদত্ত প্রশিক্ষণের আলোকে নির্বাচনি দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও দায়িত্ববোধ নিয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।উক্ত প্রশিক্ষণ কোর্সে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) মো: গোলাম রাব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার(চলতি দায়িত্বে) (ইঅ্যান্ডডি) মো: আবুল কালাম সাহিদ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন