প্রিন্ট এর তারিখঃ রবিবার ১২ অক্টোবর, ২০২৫ ২৭ আশ্বিন, ১৪৩২ ১৯ রবিউস সানি, ১৪৪৭

বিএনপি নেতা এড. আব্দুর রাজ্জাকের হত্যার বিচার পুনরায় শুরু করতে হবে : মিল্লাত

 মোঃ শামীম মিয়া ,স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এবং জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিএনপি নেতা এডভোকেট আব্দুর রাজ্জাক হত্যাকান্ডের বিচার সঠিক হয়নাই,বিচারের নামে প্রহসন করা হয়েছে তাই এই মামলার বিচার পুনরায় শুরু করতে হবে, মামলাটি আবার যেন পুনরুজ্জীবিত করতে পারে সেজন্য সেজন্য কাজ শুরু করতে হবে। তিনি ১১ অক্টোবর শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি চিকাজানীতে দোয়া এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের আদর্শ অনুসরণ করতে হবে, তিনি চলে গেছেন কিন্তু তার আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। তিনি দলের জন্য, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি মরহুমের সাথে তার সম্পর্কের দীর্ঘ স্মৃতিচারণ করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ সভাপতি বাবু শ্যামল চন্দ, ব্যারিস্টার শাহাদাৎ বিন শোভন, পৌর বিএনপি’র সভাপতি মনজুরুল হক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, ইউনিয়ন বিএনপির সভাপতি ছামিউল হক প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সকালে দলীয় কার্যালয় থেকে শোক র‍্যালী বের হয় র‍্যালী টি দেওয়ানগঞ্জ পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এডভোকেট আব্দুর রাজ্জাক ১৯৯৯ সালে ভারতীয় আগ্রাসন বিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময়। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন