শাল্লায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৭ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, মৎস্য কর্মকর্তা মো মাসুদ জামান খান, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, ঘুঙ্গিয়ারগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস প্রমুখ।