প্রিন্ট এর তারিখঃ শনিবার ১১ অক্টোবর, ২০২৫ ২৬ আশ্বিন, ১৪৩২ ১৮ রবিউস সানি, ১৪৪৭

এ্যাডকিউ -এর উদ্যোগে কিশোরগঞ্জ উপজেলায় বিনামূল্যে ছাগল বিতরণ

আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারীঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় এ্যাডকিউ-এর উদ্যোগে বুধবার(০৮/১০/২৫ইং) অসহায় ও গরিবদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। মাগুড়া ইউনিয়ন পরিষদে জনতা ব্যাংক উত্তরা ক্লাব, উত্তরা, ঢাকা এবং মন্ডল বাড়ী, মাগুড়া কিশোরগঞ্জ নীলফামারী-এর সৌজন্যে মাগুড়া, গারাগ্রাম, চাঁদখানা ও কিশোরগঞ্জ ইউনিয়নের অসহায় ও গরীবদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি কবি আজহারুল আল আজাদ, সদস্য মোজাম্মেল হক নয়ন সহ অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তব্যে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন এই ধরনের কর্মসূচি এ্যাডকিউ-এর উদ্যোগে আরো নেওয়া হবে। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সম্পাদক মাহফুজার রহমান মন্ডল এর সহায়তা এবং সমাজের বিত্তবান ব্যক্তিবর্গগণকে এগিয়ে আসতে হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন