প্রিন্ট এর তারিখঃ শনিবার ১১ অক্টোবর, ২০২৫ ২৬ আশ্বিন, ১৪৩২ ১৮ রবিউস সানি, ১৪৪৭

কালিহাতীতে হিন্দু সম্প্রদায়ের বাক-শ্রবণ প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, থানায় অভিযোগ

শুভ সাহা,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া গ্রামে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। গত বৃহস্পতিবার (৯ই-অক্টোবর) ভুক্তভোগী বাক-শ্রবণ প্রতিবন্ধী উর্মির বাবা বাদী হয়ে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সরজমিনে ঘুরে এবং অভিযোগ সূত্রে জানাগেছে, উর্মি মোদক (১৮),লক্ষী নারিন্দিয়া গ্রামের ঝড়ু মোদকের ছোট কন্যা। ঘটনাসূত্রে আরও জানাযায়,
জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী উর্মি বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে এবং কাগজে লিখে পরিবারের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রতিবন্ধী উর্মীর ভাষ্যমতে, একই গ্রামে বসবাসরত আব্দুল হামিদের পুত্র, ইসমাইল,যিনি লক্ষী নারান্দিয়া পশ্চিমপাড়ার স্থায়ীবাসিন্দা এবং ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, এ বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনার জন্য দায়ী।

প্রতিবন্ধী উর্মীর মা লতা রানী মোদক বলেন,ভাদ্র মাসে আমার মেয়ের বারবার পেট ব্যাথার কথা ইঙ্গিতের মাধ্যমে জানাচ্ছিল।অতঃপর ডাক্তার দেখানোর পর পুরো ঘটনাটি জানা যায়,সে ছয় মাসের অন্তঃসত্ত্বা।আমি মা হয়ে এত বড় লজ্জা আর দুঃখ সহ্য করতে পারছি না।এই
ইসমাইলই আমার মেয়ের সর্বনাশ করেছে।আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

প্রতিবন্ধী উর্মীর বাবা ঝড়ু মোদক জানান,আমার চার মেয়ে,এর মধ্যে দুইজনই বাক-শ্রবণ প্রতিবন্ধী।আমার ছোট মেয়ে উর্মি এসএসসি পাস করেছে।তার পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন ছিল। এখন আমার মেয়ের জীবন অন্ধকারে ডুবে গেছে। আমরা সর্বস্তরের মানুষের কাছে ন্যায় বিচার চাই।

বাক-শ্রবন প্রতিবন্ধী উর্মির আত্মীয় সুমন ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমার বোন প্রতিবন্ধী জেনেও এভাবে তার জীবন ধ্বংস করা হয়েছে।এটা শুধু অপরাধ নয়,মানবতার বিরুদ্ধে জঘন্য কাজ। আমরা অবশ্যই এর ন্যায় বিচার চাই।

নারান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন বলেন,
এটি একটি ন্যাক্কারজনক ঘটনা।এতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
এ ব্যাপারে কালিহাতী সচেতন নাগরিক সমাজের দাবী,এটি একটি অমানবিক এবং নৃশংস্ব ঘটনা।আমরা এ নিন্দনীয় জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।পাশাপাশি প্রশাসন এবং থানা পুলিশের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বিনীতভাবে অনুরোধ জানিয়ে মূল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে বিনীতভাবে অনুরোধে জানান।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু ও সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক বলেন,এটি জঘন্য অপরাধ। দোষীকে ধর্ষক হিসেবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

কালিহাতী থানার ওসি (তদন্ত)শরিফুল ইসলাম জানান,অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

উল্লেখ্য,এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় এবং ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়রা প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।বর্তমানে অভিযুক্ত ইসমাইল পলাতক রয়েছে বলে জানাযায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন