প্রিন্ট এর তারিখঃ শনিবার ১১ অক্টোবর, ২০২৫ ২৬ আশ্বিন, ১৪৩২ ১৮ রবিউস সানি, ১৪৪৭

মাদারীপুরের দিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে কলা গাছের ভেলা বাইচ ২০২৫ অনুষ্ঠিত

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :মাদারীপুর জেলার, কুনিয়া ইউনিয়নের, দিয়াপাড়া এলাকাবাসীর উদ্যেগে, কলা গাছের ভেলা বাইচ, ২০২৫ অনুষ্ঠিত হয়, আয়োজনে ছিলেন, কুনিয়া ইউনিয়নের, দিয়াপাড়া, রাজধরদী ও ত্রিভাগদী।আয়োজন ও পরিচালনা কমিটিতে ছিলেন, হুমায়ন কাজী, গিয়াস উদ্দীন কবিরাজ, অহিদুল আকন, আজিবুল আকন, আক্কাস বেপারী, জমির ফকির, এ্যাডঃ মুকুল মুন্সি, রাজাক, আজিজুল শরীফ, সহিদুল মাতুব্বর, অ্যাডঃ জালালউদ্দিন, ইকবাল বেপারী, আফজাল বেপারী, জাফর নক্তী, জামিল মাতুব্বর, সানোয়ার মাতুব্বর, আবুল হোসেন মাতুব্বর, প্রমুখ, এই বাইচটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।

প্রথম পুরস্কার, একটি ঘোড়া, বিজয়ী হয়েছেন, ফোরহাদ বেপারী,
দ্বিতীয় পুরস্কার একটি ২১ ইঞ্চি টেলিভিশন, বিজয় হয়েছেন, রবিউল কোটালীপাড়া,
তৃতীয় পুরস্কার, একটি রাইসকুকার, বিজয় হয়েছেন, আকরাম দিয়াপাড়া।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন